ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ২০২৪ উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে হয়। এসব কর্মসূচির মধ্যে ছিল- সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, ছাত্রদের চিত্রাঙ্কণ, কবিতা আবৃত্তি, সংগীত, রচনা, বিতর্ক ও ক্রীড়া প্রতিযোগিতা এবং শিক্ষকদের প্রীতি ভলিবল ম্যাচ।
এছাড়া কলেজ অডিটরিয়ামে আয়োজন করা হয় বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক পরিবেশনা ও আলোচনা সভা এবং কলেজ মাঠে ছাত্র-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে জাতীয় সংগীত পরিবেশন।
স্বাধীনতা দিবস উপলক্ষ্যে কলেজে লাল ও সবুজ রঙের আলোকসজ্জা করা হয়। মূল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ এনডিসি, পিএসসি।
অধ্যক্ষ তার ভাষণে দেশপ্রেম, সততা, আন্তরিকতা ও নিষ্ঠা সহকারে জাতির পিতার সোনার বাংলা গড়ার কাজে সকলকে আত্মনিয়োগ করার আহবান জানান। এছাড়াও তিনি উপস্থিত ছাত্রদের স্বাধীনতা দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে উপযুক্ত নাগরিক হিসেবে নিজেদেরকে গড়ে তোলার আহ্বান জানান। অনুষ্ঠানের সফল সমাপ্তির জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
এছাড়া, ২৫শে মার্চ তারিখে গণহত্যা দিবস ২০২৪ উপলক্ষ্যে ১৯৭১ এর গণহত্যায় শহীদদের স্মরণে আলোচনা সভায় রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদার (অব.) ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং গণহত্যার স্মৃতিচারণ করেন। উক্ত আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ।