ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের ৬৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গত রোববার (১১ জানুয়ারি) শুরু হয়।
শনিবার (১৭ জানুয়ারি) ২:৩০ ঘটিকায় এ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মাননীয় সচিব এবং ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের বোর্ড অব গভর্নরস এর চেয়ারম্যান জনাব রেহানা পারভীন। বিশেষ অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষপত্নী নাহিদ শামীম রূপা। এছাড়া কলেজের বোর্ড অব গভর্নরস এর সম্মানিত সদস্যবৃন্দ, বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, ঢাকা মহানগরীর সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের প্রধানগণ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, এ কলেজের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও সম্মানিত অভিভাবকমণ্ডলী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ক্রীড়া প্রতিযোগিতায় জুনিয়র শাখায় চ্যাম্পিয়ন হয় শিল্পাচার্য জয়নুল আবেদিন হাউস এবং রানার্স আপ হয় ড. কুদরত-ই-খুদা হাউস। সিনিয়র শাখায় চ্যাম্পিয়ন হয় ড. মুহম্মদ শহীদুল্লাহ হাউস এবং রানার্স আপ হয় ফজলুল হক হাউস। জুনিয়র শাখায় সেরা খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করে অষ্টম শ্রেণির ছাত্র সিয়াম আহসান এবং সিনিয়র শাখায় সেরা খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করে যৌথভাবে নবম শ্রেণির ছাত্র আবরার আল নাহিয়ান রাফসান ও একাদশ শ্রেণির ছাত্র আব্দুল্লাহ সৈকত।
ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী দিবস উপলক্ষ্যে রঙ-বেরঙের পতাকা, বেলুন এবং ফেস্টুনশোভিত সবুজ-শ্যামলিমাময় সুবিশাল কলেজ ক্যাম্পাস হয়ে ওঠে নান্দনিক সৌন্দর্যে অতুলনীয়। ছাত্রদের পরিবেশিত মনোমুগ্ধকর কুচকাওয়াজ, শারীরিক কসরত, দৃষ্টিনন্দন ব্যান্ড ডিসপ্লে এবং অসাধারণ ক্রীড়ানৈপুণ্য উপস্থিত সকলকে মুগ্ধ করে।
সম্মানিত প্রধান অতিথি তার ভাষণে ছাত্রদেরকে জ্ঞান অর্জনের পাশাপাশি ক্রীড়া ও অন্যান্য সহশিক্ষামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে উন্নত সমৃদ্ধ বাংলাদেশের যোগ্য নাগরিক হিসেবে নিজেদেরকে গড়ে তোলার পরামর্শ দেন। কলেজের অধ্যক্ষ ও অনুষ্ঠানের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল ড. মোহাম্মদ জাবের হোসেন ছাত্রদেরকে শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধনের জন্য লেখাপড়ার পাশাপাশি সর্বক্ষেত্রে শৃঙ্খলার প্রতি মনোযোগী হওয়ার ও খেলোয়াড়সুলভ মনোভাব নিয়ে ক্রীড়াচর্চার এবং সম্মানিত অভিভাবকমণ্ডলীকে প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে আন্তরিকভাবে সহযোগিতা করার আহ্বান জানান। তিনি অনুষ্ঠানের সফল সমাপ্তির জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
ঢাকা রেসিডেনসিয়াল কলেজের ৬৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
