বেরোবিতে কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের হাতাহাতি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের হাতাহাতির ঘটনা ঘটেছে।  

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই ঘটনা ঘটে। 

বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ম্যুারালের সামনে বিকাল ৪টার দিকে কোটা সংস্কারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের একটি পদযাত্রা শুরু হয়। এই পদযাত্রা জিরো পয়েন্ট হয়ে ঘুরে দেবদারু সড়ক হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন পার হতেই বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরিফুল ইসলামসহ কয়েকজন শিক্ষক তাদের থামানোর চেষ্টা করেন। আন্দোলনকারী শিক্ষার্থীরা প্রক্টরের বাঁধা মানতে অস্বীকার করলে এক পর্যায়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মীদের সঙ্গে তাদের হাতাহাতি করতে দেখা যায়।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া বলেন, প্রক্টোরিয়াল বডি তাদের সঙ্গে কথা বলার প্রয়োজন মনে করে। কিন্তু কে বা কারা কথা বলার এক পর্যায়ে প্রক্টরকে ধাক্কা দেয়। যেহেতু উনি একজন শিক্ষক তাই আমরা উনাকে সেইভ করেছি। এখন পরিস্থিতির শান্ত আছে। 

আন্দোলনকারী শিক্ষার্থী শয়ন বলেন,আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতে চেয়েছি কিন্তু এখানে ছাত্রলীগ এবং  প্রশাসন আমাদের বাধা দিয়েছে।  

বিশ্ববিদ্যালয় শিক্ষক ড.শরিফুল ইসলাম বলেন, উপর থেকে বলা আছে আজকে বাইরে যাওয়া যাবে না। শিক্ষার্থীদের যেন কোন ক্ষতি না হয় তাই তাদের থামানোর চেষ্টা করেছি।