ঢাকা
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

শাবিপ্রবি’র ভিসি, প্রো-ভিসিকে পদত্যাগের আল্টিমেটাম

আপডেট : ০৭ আগস্ট ২০২৪, ০৩:৩৮ পিএম

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষসহ প্রশাসনিক বডির সকলকে ২৪ ঘন্টার মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সমন্বায়ক টিম। না করলে তাদেরকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হবে বলে জানান তারা।

বুধবার (৭ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন শাবিপ্রবির সমন্বায়ক ফয়সাল হোসেন।

তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্যসহ প্রশাসনে দায়িত্বরত ব্যক্তিরা স্বৈরাচার সরকারকে সহায়তা করে শিক্ষার্থীদের উপর নির্যাতন করেছে। এসব স্বৈরশাসকের সমর্থক ও সহায়তাকারীরা কখনো বিশ্ববিদ্যালয়ের অভিভাবক হতে পারেনা। যদি তারা এই ২৪ ঘন্টার মধ্যে নিজেরা পদত্যাগ না করে; তাহলে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে তাদেরকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।

উল্লেখ্য, সরকারের পতনের পর থেকে  শাবিপ্রবির  উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ও অধ্যাপক ড. মো. কবির হোসেন লাপাত্তা হয়েছেন বলে গুঞ্জন উঠেছে। দেশের প্রতিকূল পরিস্থিতি দেখে উপাচার্য গত একসপ্তাহ আগে থেকেই রাজধানী ঢাকায় অবস্থান করছে বলে জানায় বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক।

AHA/WA
আরও পড়ুন