সড়ক অবরোধ করে বিক্ষোভ

লটারি নয়, মেধার ভিত্তিতে ভর্তি চায় ডিআরএমসির ছাত্ররা

লটারি নয়, মেধা যাচাইয়ের ভিত্তিতে ভর্তির দাবিতে ঢাকা রেসিডেনসিয়াল কলেজের ছাত্ররা সড়ক আটকে বিক্ষোভ করেছে। রোববার (১৭ নভেম্বর) সকাল ১০টার পর গণভবনের সামনের সড়ক আটকে তারা বিক্ষোভ করে। 

এক ঘণ্টা বিক্ষোভের পর দাবি মানা না হলে আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়ে সড়ক ছেড়েছে ছাত্ররা। এর আগে অবরোধের ফলে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তি পড়েছেন যাত্রী ও চালকরা। 

শিক্ষার্থীরা জানান, ১৯৬০ সালে প্রতিষ্ঠার পর থেকে কলেজে পরীক্ষার মাধ্যমে মেধা যাচাই করে শিক্ষার্থী ভর্তির রেওয়াজ ছিল। করোনার সময় পরীক্ষার বদলে লটারি প্রথা চালু হয়। এরপর থেকে সেই পদ্ধতিতে চলছে নতুন ছাত্র ভর্তি। ফলে মেধা থাকা স্বত্বেও অনেক শিক্ষার্থী প্রতিষ্ঠানটিতে পড়ার সুযোগ হারাচ্ছেন।