কুবিতে পাহাড় কাটা বন্ধ, ক্ষতিগ্রস্ত স্থানে গাছ লাগানোর নির্দেশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের সময় পরিবেশগত নিয়ম লঙ্ঘন করে পাহাড় কাটা বন্ধের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। পাশাপাশি ক্ষতিগ্রস্ত স্থানে গাছ লাগানোসহ উন্নয়ন কাজের পরিবেশগত দিকনির্দশনার একটি প্রতিবেদন জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব আহমেদ শিবলী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার (২৭ নভেম্বর) এ নির্দেশনা দেওয়া হয়। 

এতে বলা হয়, সরকারি প্রকল্পের আওতায় এ ধরনের কর্মকাণ্ড ব্যক্তি বা বেসরকারি প্রতিষ্ঠানের জন্য বিপজ্জনক দৃষ্টান্ত তৈরি করে। প্রকৃতির অমূল্য সম্পদ পাহাড় একবার ধ্বংস হলে তা পুনরুদ্ধার সম্ভব নয়। বিশেষত, লালমাই পাহাড় দেশের জাতীয় ঐতিহ্যের অংশ। এর ধ্বংস পরিবেশের পাশাপাশি প্রত্নতাত্ত্বিক গুরুত্বকেও ক্ষতিগ্রস্ত করে।

২০১৮ সালে ২৩ অক্টোবর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ১১তম সভায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন ও সম্প্রসারণের জন্য এক হাজার ৬৫৫ কোটি ৫০ লাখ টাকার প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। ২০২১ সালের ১১ মার্চ কুবি ও সেনাবাহিনীর ২৪ ব্যাটালিয়ন ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেডের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়।