কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কাজী নজরুল ইসলাম হলের প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. হারুন। রোববার (১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো.মজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট মো. নাসির হুসেইন গত ২৬ নভেম্বর পদত্যাগ করায় নতুন করে এ পদে মো. হারুনকে নিয়োগ দেওয়া হয়। আগামী দুই বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
তবে আদেশে সাবেক প্রাধ্যক্ষ মোহাম্মদ নাসির হুসেইনের পদত্যাগের বিষয়ে কিছুই জানা যায়নি।