দেশব্যাপী নারী নির্যাতনের ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে মশাল মিছিল করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নারী শিক্ষার্থীরা।
রোববার (১০ মার্চ) রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের কে আর মার্কেট থেকে মিছিল শুরু করে উপাচার্যের বাসভবন, শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তন ও ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) সংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে আব্দুল জব্বার মোড় ঘুরে আবার কে আর মার্কেটের সামনে গিয়ে শেষ হয়।
হাতে মশাল এবং প্রতিবাদী স্লোগান লিখিত পোস্টার নিয়ে তারা ‘তুমি কে আমি কে, আছিয়া আছিয়া’, ‘ধর্ষকের ঠিকানা, এই বাংলায় হবে না’, 'ধর্ষকরা বাইরে ঘোরে, ইন্টেরিম কী করে?' স্লোগান দিতে থাকেন।
মিছিল চলাকালীন বিক্ষুব্ধরা নারীদের প্রতি চলমান সকল অন্যায়ের এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
মিছিল চলাকালীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সিদরাতুল মুনতাহা বলেন, ‘প্রতিনিয়ত নারী নির্যাতন এমনকি ধর্ষণের এসকল ঘটনার কোনো বিচার হতে না দেখে আমরা মাঠে নামতে বাধ্য হয়েছি। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি না দেওয়া পর্যন্ত আমরা মাঠে থাকব।’