চাকরির শর্ত লঙ্ঘন

কারিগরির ৫ ইনস্ট্রাক্টকে অব্যাহতি

সরকারি চাকরির শর্ত লঙ্ঘনের দায়ে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন পাঁচটি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের পাঁচজন ইনস্ট্রাক্টরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

রোববার (৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। 

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি থেকে অব্যাহতি প্রদানসংক্রান্ত কারিগরি শিক্ষা অধিদপ্তরের পত্রের পরিপ্রেক্ষিতে নিয়োগ প্রজ্ঞাপনের ‘চ’ নম্বর শর্ত অনিচ্ছাকৃতভাবে লঙ্ঘিত হওয়ায় সংশ্লিষ্ট পাঁচজন ইনস্ট্রাক্টরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

নিয়োগ প্রজ্ঞাপনের ‘চ’ নম্বর শর্তে উল্লেখ ছিল, কোনো সরকারি কর্মচারী চাকরিতে ইস্তফা প্রদানের পর তা সরকার কর্তৃক গৃহীত হওয়ার আগে কর্মস্থলে অনুপস্থিত থাকলে, তার কাছ থেকে সরকারের প্রাপ্য সমুদয় অর্থ পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট, ১৯১৩ অনুযায়ী আদায় করা হবে। একই সঙ্গে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুসারে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

অব্যাহতিপ্রাপ্ত ইনস্ট্রাক্টররা হলেন: নাটোরের সিংড়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ইনস্ট্রাক্টর (টেক/কম্পিউটার) মো. রবিউল ইসলাম, কুড়িগ্রামের নাগেশ্বরী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ইনস্ট্রাক্টর (নন-টেক) নিত্যানন্দ রায়, মৌলভীবাজার সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ইনস্ট্রাক্টর (নন-টেক, ইংরেজি) শিপন মিয়া, সুনামগঞ্জের দোয়ারাবাজার সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ইনস্ট্রাক্টর (নন-টেক) মো. রুবেল পারভেজ ও ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ইনস্ট্রাক্টর (নন-টেক, বাংলা) মো. লোকমান হোসাইন

প্রজ্ঞাপনে জানানো হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এবং জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় বলছে, সরকারি শৃঙ্খলা ও সুশাসন রক্ষার জন্য এ ধরনের কঠোর ব্যবস্থা গুরুত্বপূর্ণ।