সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৫ জন প্রধান শিক্ষককে ১০ম গ্রেডে উন্নীত করার নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে সরকারের অতিরিক্ত ব্যয় বেড়েছে ২২ লাখ ৯৭ হাজার ১৪০ টাকা।
সম্প্রতি মন্ত্রণালয়ের যুগ্মসচিব রেবেকা সুলতানার স্বাক্ষরে একটি চিঠি অর্থ মন্ত্রণালয়ের সচিব বরাবর পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, ২০১৮ সালে ৪৫ জন প্রধান শিক্ষক টাইম স্কেল ও উন্নীত গ্রেডের দাবি করে হাইকোর্টে রিট আবেদন করেন। আদালত রিটকারীদের পক্ষে রায় দিলে, সরকার আপিল বিভাগে লিভ টু আপিল করে। সিভিল রিভিউ পিটিশন শুনানির পর ২০২৪ সালের ২৪ এপ্রিল আপিল বিভাগ রায় দেন।
রায়ে বলা হয়, আবেদনকারীরা টাইম স্কেল বা সিলেকশন গ্রেড পাবেন না। তবে ভবিষ্যতে এসব সুবিধা চালু হলে তারা তা পেতে পারেন।
এই রায়ের ভিত্তিতে ৪৫ জন প্রধান শিক্ষকের জন্য ১০ম গ্রেড বাস্তবায়নের সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়।