এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে আজ। বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টায় এ পরীক্ষায় বসেছেন প্রায় সাড়ে ১২ লাখ পরীক্ষার্থী। কিন্তু এ পরীক্ষায় আর কখনোই বসা হবে না ফাইয়াজ, আহনাফ, সাদ, মারুফ, জাহিদ, সৈকতদের। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে প্রাণ হারিয়েছেন তারা। বেঁচে থাকলে আজ তারাও এইচএসসি পরীক্ষায় অংশ নিতেন। তাদের জন্য আজ পরিবারের সদস্য, শিক্ষক, সহপাঠীরা মর্মাহত।
২০২৪ সালের জুলাইয়ে শেখ হাসিনা সরকারের পতনের দাবিতে অভ্যুত্থান চলাকালে আন্দোলনে অংশ নিয়ে পুলিশের গুলিতে নিহতদের মধ্যে ছয়জনের এবার এইচএসসি ও সমমান পরীক্ষা দেওয়ার কথা ছিল। তারা হলেন- শহীদ আবদুল্লাহ বিন জাহিদ, ফারহান ফাইয়াজ, শাফিক উদ্দিন আহমেদ আহনাফ, আফিকুল ইসলাম সাদ, মারুফ হোসেন ও আব্দুল আহাদ সৈকত।
তাদের কেউ শহীদ হয়েছেন জুলাইয়ের মাঝামাঝি, কেউ আগস্টের শুরুতে। তাদের কেউ কেউ মৃত্যুর কিছুদিন আগে ফেসবুকে লিখে গিয়েছেন বর্ণময় বিদায়বার্তা। আজ তাদের সহপাঠীরা পরীক্ষার হলে যাওয়ার আগে হয়ত চোখের পানি মুছেছেন। কারণ বন্ধুরা নেই। আছে কেবল তাদের গল্প-স্মৃতি।