নর্দান ইউনিভার্সিটির ৪০তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইউবি)-এর ৪০তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ জুলাই ২০২৫) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ সভা অনুষ্ঠিত হয়।

এনইউবির ভাইস চ্যান্সেলর ড. ইঞ্জিনিয়ার মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ইউজিসি মনোনীত এনইউবির সিন্ডিকেট সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানিপরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. জাকির হোসেন খান, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিকউচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব নুরুন আখতার, এনইউবি ট্রাস্টি বোর্ডের সদস্য হালিমা সুলতানা জিনিয়া, লাবিবা আব্দুল্লাহসহ অন্য সিন্ডিকেট সদস্যবৃন্দ।

সভায় ৩৯তম সিন্ডিকেট সভার কার্যবিবরণী ও ৩৮তম একাডেমিক কাউন্সিল সভার সিদ্ধান্তসমূহ অনুমোদন করা হয়। এছাড়া নিয়োগপ্রাপ্ত ও পদোন্নতিপ্রাপ্ত শিক্ষক এবং প্রশাসনিক কর্মকর্তাদের তালিকা অনুমোদন করা হয়। নিয়োগ সংক্রান্ত বিভিন্ন কমিটি পুনর্গঠন ও অনুমোদন করা হয়। অর্থ কমিটির সভার কার্যবিবরণী এবং কেন্দ্রীয় পরীক্ষা কমিটি (সিবিই) সভায় অনুমোদিত গ্র্যাজুয়েট ও পোস্ট-গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের ফলাফল পর্যালোচনা ও অনুমোদন করা হয়।

সভায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক ও অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।