অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা প্রফেসর চৌধুরী রফিকুল আবরার বলেছেন, ‘শিক্ষকদের উচিত এমন কার্যক্রম থেকে বিরত থাকা, যা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট করে। আর এই দায়িত্ব শিক্ষকদেরই নিতে হবে।'
রোববার (৬ জুলাই) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিনেট ভবনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. সালেহ হাসান নকীব।
প্রফেসর আবরার বলেন, ‘বিশ্ববিদ্যালয়গুলোতে বিগত বছরগুলোতে কী ঘটেছে, আমরা সবাই জানি। শিক্ষক নিয়োগের বদলে সেখানে হয়েছে ভোটার নিয়োগ। অথচ বিশ্ববিদ্যালয়ে আমরা এসেছি মেধার বিকাশ ও জ্ঞানের চর্চার জন্য। কিন্তু নিজেদের মধ্যে দলাদলি করলে নতুন দেশ গড়ার প্রত্যয় চরমভাবে ব্যর্থ হবে।’
তিনি আরও বলেন, ‘এক সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ছিলেন শিক্ষার্থীদের অভিভাবক। কিন্তু এখন কিছু প্রক্টর শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার বদলে পুলিশের সঙ্গে যোগাযোগ রক্ষা করেন, এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীরা কে কী লিখছে তা নজরদারি করেন। শিক্ষক হিসেবে আমরা কতটা নিচে নেমে গেছি, এটি তারই উদাহরণ।’