রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তির বিশ্ববিদ্যালয়ের হল নির্মাণে প্রায় ২১ কোটি টাকা অনিয়মের অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (০৮ জুলাই) বেলা ১১টা থেকে রাত পর্যন্ত টানা অভিযান পরিচালনা করা হয়।
দুদকের আহাম্মেদ ফরহাদ হোসেন বলেন, অভিযানের শুরুতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, রাঙামাটি কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী ও গণপূর্ত অধিদপ্তরের দুইজন নিরপেক্ষ প্রকৌশলী নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নির্মাণাধীন ভবনসমূহ পরিদর্শন করা হয়। এরপর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ে টেন্ডার সংক্রান্ত নথিপত্র পর্যালোচনায় করা হয়। এতে একাধিক অসঙ্গতি পাওয়া গেছে।
তিনি আরও বলেন, রাঙামাটির রাবিপ্রবিতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত চারটি প্রজেক্টের অনিয়ম নিয়ে দুদকের অভিযোগ দেওয়া হয়। তারই প্রেক্ষিতে আমরা এই অভিযান পরিচালনা করেছি। বিশ্ববিদ্যালয়ে বাস্তবায়ন হতে যাওয়া দুইটি হলের নির্মাণকারি ঠিকাদার কাসেম কনষ্ট্রাকশন ও শুভ্রাংকর চৌধুরীর জয়েন্টভেঞ্চার। পরীক্ষা করে দেখা যায়, এই দুই ঠিকাদারি প্রতিষ্ঠানের ঠিকাদারির অভিজ্ঞতা সনদ জাল ও অন্যদের বিষয়ে টেষ্ট রিপোর্টগুলো ভুয়া।