‘শহীদ ফাইয়াজ’ স্মরণে রেসিডেনসিয়ালে নানা আয়োজন

জুলাই অভ্যুত্থানে শহীদ হওয়া ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির ছাত্র শহীদ ফারহান ফাইয়াজ স্মরণে নানা কর্মসূচির আয়োজন করেছে কলেজ কর্তৃপক্ষ। শনিবার (২৬ জুলাই) কলেজ অডিটোরিয়ামে ফাইয়াজের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন ও জুলাই চেতনা স্মরণ ২০২৫’ শীর্ষক এক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সংবাদ মাধ্যমে পাঠানো এক আমন্ত্রণ পত্রে এ তথ্য জানায় রেসিডেনসিয়াল কলেজ কর্তৃপক্ষ।

কলেজ কর্তৃপক্ষ জানায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

জানা গেছে, রেসিডেনসিয়াল কলেজে আয়োজিত অনুষ্ঠান মালায় থাকবে শহীদ ফারহান ফাইয়াজকে নিয়ে পডকাস্ট, কলেজ শিক্ষার্থীদের তত্ত্বাবধানে শর্টফিল্ম এবং আলোকচিত্র প্রদর্শনী। এছাড়া মাসব্যাপী চলছে বিভিন্ন কর্মসূচি।

২০২৪ সালে কোটা সংস্কারের দাবিতে রাজধানীর ধানমন্ডিতে আন্দোলনরতদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের সংঘর্ষে ফারহান ফাইয়াজ নিহত হন। ফারহান ফাইয়াজ তখন ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় ১৮ জুলাই বিকেল সাড়ে তিনটার পর থেমে থেমে সংঘর্ষ চলছিল। সে সময় আহত হন ফারহান ফাইয়াজ। সেখান থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে মোহাম্মদপুর সিটি হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়। তার শরীরে রাবার বুলেটের ক্ষত ছিল।