ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ঢাকায় শেষ হলো ‘২য় ডিআরএমসি ন্যাশনাল ম্যাথ সামিট’

আপডেট : ১১ অক্টোবর ২০২৫, ০৬:৫২ পিএম

জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো তিনদিনব্যাপী ‘২য় ডিআরএমসি ন্যাশনাল ম্যাথ সামিট-২০২৫’। শনিবার (১১ অক্টোবর) ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল ড. মোহাম্মদ জাবের হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক শিক্ষক এবং ট্যালিখাতা এর প্রতিষ্ঠাতা ও সিইও ড. শাহাদাৎ খান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষবৃন্দ, ক্লাবসমূহের সমন্বয়ক সহযোগী অধ্যাপক মোঃ জাহেদুল ইসলাম, ম্যাথ ক্লাবের মডারেটর ও সহকারী অধ্যাপক মো. ওয়াছিউল ইসলাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, অভিভাবকমণ্ডলী, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ। বিজ্ঞান ও প্রযুক্তির পাশাপাশি গণিতচর্চা এবং এর উৎকর্ষ সাধনের মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থীদেরকে বিশ্বদরবারে পরিচিত করা এবং আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে অনুপ্রাণিত করাই এই সামিটের উদ্দেশ্য।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) থেকে শুরু হওয়া তিনদিনব্যাপী এ সামিটে স্ক্র্যাপবুক এক্সিবিশন, ডিজিটাল ইলাস্ট্রেশন এক্সিবিশন, ম্যাথ আর্ট, ম্যাথ অলিম্পিয়াড, ফিজিক্স অলিম্পিয়াড, জিওমেট্রি অলিম্পিয়াড, এস্ট্রোনমি অলিম্পিয়াড, রোবোটিক্স, সুডুকো কম্পিটিশন, ম্যাথ হিস্টরি কুইজ, স্পিড কিউবিং, ট্রেজার হান্ট, সোলো কুইজ, আইকিউ টেস্টসহ ৩১টি ইভেন্টে দেশের ১০০টি খ্যাতনামা স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পাঁচ সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

MH/MMS
আরও পড়ুন