রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস আগামী ৩ আগস্ট থেকে শুরু হওয়ার কথা থাকলেও সেটা বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ক্লাস শুরু হবে ১৭ আগস্ট। একইসঙ্গে সময় বাড়িয়ে ৭ আগস্ট পর্যন্ত সাবজেক্ট চয়েস ও ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভর্তি উপ-কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. ছাইফুল ইসলাম।
তিনি বলেন, ‘ভর্তি কার্যক্রম সম্পন্ন না হওয়ায় ভর্তি ও ক্লাস শুরুর তারিখ পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম চলবে ৭ আগস্ট পর্যন্ত এবং ক্লাস শুরু হবে ১৭ আগস্ট থেকে।’
এর আগে প্রথম দফায় গত পহেলা জুলাই থেকে ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ৩ আগস্ট নির্ধারণ করা হয়েছিল।