ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে মঙ্গলবার (৫ আগস্ট) জুলাই পুনর্জাগরণ উদযাপন কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে আলোচনা, কবিতা আবৃত্তি, গান পরিবেশন ও ভিডিয়ো প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনারেল ড. মোহাম্মদ জাবের হোসেন।
কলেজের দেয়ালে ২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন, ফটোগ্রাফি, আর্টওয়ার্ক, তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ‘একজন শিশুর ভাবনায় জুলাই অভ্যুত্থান’, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের ‘জুলাই অভ্যুত্থান ও নতুন বাংলাদেশ’ এবং নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের ‘জনগণের গণতান্ত্রিক আকাঙ্খা ও জুলাই অভ্যুত্থান’ বিষয়ে বাংলা ও ইংরেজি রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপাধ্যক্ষবৃন্দ, ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এছাড়াও কলেজের কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের জন্য বিশেষ মুনাজাতের আয়োজন করা হয়।