রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য প্রফেসর ডা. মোহা. জাওয়াদুল হক বলেছেন, আমাদের চিন্তা-চেতনা ও কাজে-কর্মে জুলাই স্পিরিটকে ধারণ করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের কাঙিক্ষত ফলাফল পেতে আমাদের সকলকে সজাগ থাকতে হবে এবং সততা ও নিষ্ঠার সাথে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে।
মঙ্গলবার (৫ আগস্ট) সকালে রামেবির অস্থায়ী কার্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫’ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে, সকাল সাড়ে ৯টায় রামেবি’র অস্থায়ী কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন তিনি।
সভায় জুলাই শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে রামেবি উপাচার্য বলেন, যে লক্ষ্যে শহীদ আবু সাইদ, মুগ্ধসহ হাজার হাজার ছাত্র-জনতা জুলাই-আগস্টে রক্ত দিয়েছেন তাদের সে লক্ষ্য অর্জনে আমাদের নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। তিনি আরও বলেন, ফ্যাসিস্ট সরকারের টপ লেবেলের কিছু নেতা পালিয়ে গেলেও তাদের দোসররা এখনও বিভিন্ন জায়গায় বসে আছে, তাই আমরা কাঙিক্ষত ফলাফল পাচ্ছি না।
রামেবি’র রেজিস্ট্রার প্রফেসর ডা. মো. হাসিবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কোষাধ্যক্ষ ডা. মো. জাকির হোসেন খোন্দকার। অনুষ্ঠানে কলেজ পরিদর্শক প্রফেসর ডা. মো. আব্দুস সালাম, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ডা. মো. শাহ আলম, অফিস সহায়ক মো. যামির হোসেন প্রমুখ বক্তৃতা করেন।
সভা সঞ্চালনা করেন, অর্থ ও হিসাব দফতরের সেকশন অফিসার মো. মিজানুর রহমান। আলোচনা সভা শেষে জুলাই শহীদদের অত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন অর্থ ও হিসাব দফতরের পরিচালক মুহাম্মদ ইব্রাহীম কবীর।