জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগে ফল-২০২৫ সেশনে পাবলিক হেলথে মাস্টার্স প্রোগ্রামে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১,৫০০ টাকা।
আবেদনের যোগ্যতা
ব্যাচেলর ডিগ্রি (তিন বা চার বছর বা সমমান) থাকতে হবে পাবলিক হেলথ, এমবিবিএস, বিডিএস, নার্সিং বা সংশ্লিষ্ট বিষয়ে (মেডিকেল সায়েন্স, হেলথ সায়েন্স, বায়োলজিক্যাল সায়েন্স, সোশ্যাল সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, সাইকোলজি, আর্টস, কম্পিউটার সায়েন্স, আইটি ইত্যাদি)।
এসএসসি, এইচএসসি ও স্নাতকে ন্যূনতম সিজিপিএ ২.৫ বা সমমানের দ্বিতীয় বিভাগ/শ্রেণি থাকতে হবে।
অনলাইনে আবেদন করতে হবে: https://admission.wmphju.info/
ভর্তি পরীক্ষার নিয়মাবলি
পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে হবে, সময় এক ঘণ্টা।
প্রতিটি ভুল উত্তরে ০.২৫ নম্বর কাটা যাবে।
ক্যালকুলেটর ব্যবহার করা যাবে, তবে মোবাইল ফোন নেওয়া যাবে না।
নম্বর বণ্টন
ইংরেজি: ৫
সাধারণ জ্ঞান: ১০
মৌলিক পরিসংখ্যান: ৫
মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তি: ৫
কম্পিউটার শিক্ষা: ৫
বাংলাদেশের সামাজিক দিক: ৫
সমসাময়িক স্বাস্থ্য-সম্পর্কিত বিষয় (জাতীয় ও বিশ্ব): ১০
জনস্বাস্থ্যের মৌলিক জ্ঞান: ১০
মানব জীববিজ্ঞানের মৌলিক বিষয়: ৫
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদনের শেষ তারিখ: ১০ সেপ্টেম্বর ২০২৫
ভর্তি পরীক্ষা: ১২ সেপ্টেম্বর ২০২৫
বিস্তারিত জানতে ভিজিট করুন: https://www.wmphju.info/