ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বামপন্থি তিনটি ছাত্র সংগঠন যৌথভাবে একটি পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। বুধবার (২০ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই প্যানেল ঘোষণা করা হয়।
ঘোষিত প্যানেলটি গঠন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন (একাংশ), সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এবং বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল। প্যানেলের নাম রাখা হয়েছে ‘অপরাজেয় ৭১’ ও ‘অদম্য ২৪’, যা আয়োজকদের ভাষ্য অনুযায়ী, মুক্তিযুদ্ধ এবং সাম্প্রতিক ছাত্র আন্দোলনের প্রতি শ্রদ্ধা নিবেদনের প্রতীক।
সংবাদ সম্মেলনে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মাহির শাহরিয়ার আনুষ্ঠানিকভাবে প্যানেলের প্রার্থীদের নাম ঘোষণা করেন।প্রাথমিকভাবে ১৫ সদস্যের একটি প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। ভিপি (সহ-সভাপতি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন নাঈম হাসান হৃদয়, জিএস (সাধারণ সম্পাদক) পদে এনামুল হাসান অনয়, এবং এজিএস (সহ-সাধারণ সম্পাদক) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন অদিতি ইসলাম।
আয়োজকরা জানান, এই প্যানেল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গণতান্ত্রিক মূল্যবোধ, ছাত্র অধিকার ও মুক্ত চিন্তার ধারাকে এগিয়ে নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। তারা বলেন, আমাদের লক্ষ্য একটি বিকল্প ও প্রতিনিধিত্বমূলক নেতৃত্ব তৈরি করা, যারা ছাত্রস্বার্থে সোচ্চার থাকবে এবং প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে।
ডাকসু নির্বাচনকে ঘিরে ইতোমধ্যেই বিভিন্ন ছাত্র সংগঠন তাদের প্রার্থীদের নাম ঘোষণা শুরু করেছে। ফলে দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জমে উঠেছে রাজনৈতিক উত্তাপ ও আলোচনা।