জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৩ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষা আগামী ১৫ সেপ্টেম্বর শুরু হয়ে ২৩ অক্টোবর তারিখে শেষ হবে। এবারের পরীক্ষায় টানা সূচি মেনে মাত্র ২৭ দিনের মধ্যেই সম্পন্ন করা হবে সব কয়টি পরীক্ষা। তবে মাঝখানে ২৬ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজা উপলক্ষে টানা ১২ দিনের ছুটি থাকবে।
বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিদিন দুপুর ১টা ৩০ মিনিটে পরীক্ষা শুরু হবে। পরীক্ষার সময়কাল প্রশ্নপত্রে উল্লিখিত থাকবে। পরীক্ষার্থীরা প্রবেশপত্রে উল্লেখিত বিষয় ও তারিখ অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করবে। পরীক্ষার হলে প্রবেশের সময় মূল রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র সঙ্গে রাখতে হবে এবং তা প্রদর্শন করতে হবে।
পরীক্ষা-সংক্রান্ত প্রবেশপত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (https://ems.nu.ac.bd) থেকে কলেজ কর্তৃপক্ষ ডাউনলোড করে প্রিন্ট করবেন। প্রবেশপত্রে অধ্যক্ষের স্বাক্ষর থাকতে হবে এবং পরীক্ষা শুরুর কমপক্ষে ৩ দিন আগে প্রবেশপত্র বিতরণ সম্পন্ন করতে হবে। ব্যবহারিক পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে। ব্যবহারিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় পরীক্ষার্থীরা নিজ দায়িত্বে জেনে নেবেন। ব্যবহারিক পরীক্ষার্থীদের ব্যবহারিক বিষয়ের ‘কেন্দ্র ফি’ সংশ্লিষ্ট ব্যবহারিক পরীক্ষাকেন্দ্রে জমা দিতে হবে।
এছাড়া কেন্দ্র সচিব বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে পরীক্ষার্থীর উপস্থিতির তালিকা ডাউনলোড করে দুটি কপি প্রিন্ট করবেন। একটি কপি কলেজে সংরক্ষণ করতে হবে এবং অপর কপিটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রেরণ করতে হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষা-সংক্রান্ত সব তথ্য ও বিজ্ঞপ্তি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট (www.nu.ac.bd) এ প্রকাশিত হবে। অন্য কোনো সামাজিক যোগাযোগমাধ্যম বা অনানুষ্ঠানিক উৎস থেকে পাওয়া তথ্যকে গ্রহণযোগ্য মনে করা হবে না।