সেন্ট্রাল ইউনির্ভাসিটির ভর্তি পরীক্ষা

‘খ’ ইউনিটে আসনপ্রতি লড়বেন যতজন

রাজধানীর সরকারি সাতটি কলেজ নিয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (প্রস্তাবিত) প্রথমবারের মতো ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ। কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ বা ‘খ’ ইউনিটের এ পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত ভর্তি কার্যক্রম শুরু করেছে ইউনির্ভাসিটির অন্তবর্তী প্রশাসন। এই ইউনিটে আসন প্রতি ভর্তিযুদ্ধে লড়বেন ৬ জন পরীক্ষার্থী।  

শুক্রবার (২২ আগস্ট) বিকাল ৩ টা থেকে ৪ টা পর্যন্ত এক ঘন্টাব্যাপী চার বছর মেয়াদী অনার্স কোর্সে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে ৪৪৯৮ টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ২৪০৯৪ জন পরীক্ষার্থী। সেই হিসাবে এই ইউনিটে আসন প্রতি লড়বেন প্রায় ৬ জন শিক্ষার্থী। তবে পূর্বে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক রিফান্ড আবেদনকারীর সংখ্যা ৮৯০ জন। 

ভর্তি পরীক্ষায় MCQ পদ্ধতিতে ১০০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বার কাটা যাবে। পরীক্ষায় বাংলা ও ইংরেজী বিষয়ের জন্য ৫০ নম্বর ও সাধারণ জ্ঞান থেকে ৫০ নম্বারের প্রশ্ন থাকবে। মেধা তালিকায় প্রস্তুতির ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলের ওপর থাকবে ২০ নম্বর বিবেচনা করা হবে। 

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, পরীক্ষা কেন্দ্রগুলোর নিকটবর্তী থানার সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে। সার্বিক নিরাপত্তায় তারা দায়িত্ব পালন করবেন। পাশাপাশি আমাদের শিক্ষার্থীরাও স্বেচ্ছাসেবক হিসেবে সহযোগিতা করবে। আমরা আশাবাদী, প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এই ভর্তি পরীক্ষা সুন্দরভাবে সম্পন্ন হবে।

অন্তবর্তী প্রশাসন সূত্রে জানা যায়, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজে প্রস্তাবিত সেন্ট্রাল ইউনির্ভাসিটির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই সাতটি কলেজের অভ্যন্তরে ভর্তি পরীক্ষার কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। সার্বিক তত্ত্বাবধানের জন্য অন্তবর্তীকালীন প্রশাসনের পাশাপাশি ইউজিসি টিম ভর্তি পরীক্ষার কেন্দ্রগুলোতে পরিদর্শন করবেন বলে জানা গেছে।