মাভাবিপ্রবিতে শূন্য আসনে ভর্তির সাক্ষাৎকারের বিজ্ঞপ্তি প্রকাশ

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিভিন্ন বিভাগে ১৪টি শূন্য আসন পূরণের জন্য সাক্ষাৎকারের তারিখ ঘোষণা করা হয়েছে। শনিবার (২৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব ও ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মতিউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে (https://mbstu.ac.bd/admission/) প্রকাশিত তালিকার শিক্ষার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে আগামী ২৫ আগস্ট সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এবং ২৬ আগস্ট সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত। সাক্ষাৎকারের স্থান নির্ধারণ করা হয়েছে মাভাবিপ্রবি ডিনস’ কমপ্লেক্স।

এতে আরও উল্লেখ করা হয়েছে, সাক্ষাৎকার শেষে নির্বাচিত শিক্ষার্থীদের বিষয় বরাদ্দের ফল ২৬ আগস্ট ২০২৫ তারিখ সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। বিষয়প্রাপ্ত শিক্ষার্থীদের ২৭ ও ২৮ আগস্ট সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চূড়ান্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন না করলে পরবর্তীতে কোনোভাবেই ভর্তি হওয়ার সুযোগ থাকবে না।

সাক্ষাৎকারে অংশগ্রহণের সময় শিক্ষার্থীদের সঙ্গে অবশ্যই নিয়ে আসতে হবে পরীক্ষার হলে পর্যবেক্ষক কর্তৃক স্বাক্ষরিত এডমিট কার্ডের মূল কপি, এসএসসি ও এইচএসসি রেজিস্ট্রেশন কার্ডের মূল কপি, জাতীয় পরিচয়পত্র (না থাকলে জন্ম নিবন্ধন সনদ) এবং এসএসসি ও এইচএসসি নম্বরপত্রের মূল কপি।‌ ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।