ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

টিউশন ফি ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ

আপডেট : ২১ আগস্ট ২০২৫, ০৮:৫১ এএম

বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখেন অনেকেই। তবে টিউশন ফি, জীবনযাপনের ব্যয় কিংবা ভ্রমণ খরচ অনেক সময় সেই স্বপ্নের বড় বাধা হয়ে দাঁড়ায়। শিক্ষার্থীদের জন্য সুখবর হলো নেদারল্যান্ডস এবার আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যে স্নাতকোত্তর পড়াশোনার সুযোগ দিচ্ছে।

‘এরিক ব্লুমিঙ্ক স্কলারশিপ’ নামের এ বৃত্তির আওতায় বাংলাদেশসহ ৬৯টি দেশের শিক্ষার্থীরা নেদারল্যান্ডসের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে মাস্টার্স প্রোগ্রামে পড়ার সুযোগ পাবেন।

যেসব সুবিধা থাকছে

  • সম্পূর্ণ টিউশন ফি বহন করা হবে

  • ভ্রমণ ব্যয় প্রদান

  • মাসিক জীবনযাপন খরচ কভার করবে বৃত্তি

  • স্বাস্থ্যবিমার সুবিধা

  • বই কেনার জন্য আলাদা অর্থ

আবেদন করার যোগ্যতা

  • ভালো একাডেমিক রেকর্ড থাকতে হবে

  • ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে

আবেদন পদ্ধতি ও শেষ তারিখ

আগ্রহীরা অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে আবেদন ফরম পূরণ ও প্রয়োজনীয় নথি জমা দিতে পারবেন। আবেদন গ্রহণের শেষ তারিখ ১ ডিসেম্বর ২০২৫।

বিদেশে পড়াশোনার গন্তব্য হিসেবে নেদারল্যান্ডস দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। ইউরোপের অন্যান্য রাজধানীর সঙ্গে সহজ যোগাযোগ, প্রতিবেশী দেশে কাজের সুযোগ এবং ইংরেজি ভাষার ব্যাপক ব্যবহার শিক্ষার্থীদের কাছে দেশটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

RF/SN
আরও পড়ুন