জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ আবেদন ২০২৫–২৬

বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট ২০২৫–২৬ অর্থবছরের জন্য ফেলোশিপ ঘোষণা করেছে। দেশের অভ্যন্তরে শুধুমাত্র পিএইচডি পর্যায়ের গবেষণার জন্য এ ফেলোশিপ দেওয়া হবে।

এতে আবেদন করতে পারবেন বিজ্ঞান ও প্রযুক্তি সংশ্লিষ্ট বিষয়ের ওপর উচ্চতর গবেষণায় আগ্রহী যোগ্য বাংলাদেশি নাগরিকরা। আবেদন অনলাইনে করতে হবে আগামীকাল শনিবার, ৩১ আগস্ট ২০২৫ রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে। আবেদন লিংক- https://grant.most.gov.bd/en/services/stft/stftfellowship

প্রাধান্য পাবে পিএইচডি পর্যায়ে গবেষণার বিষয়গুলো 

পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, জীববিজ্ঞান, চিকিৎসাবিজ্ঞান, পাবলিক হেলথ, বায়োটেকনোলজি, কম্পিউটার সায়েন্স, আইসিটি, ভূগোল ও পরিবেশ, কৃষি, মৎস্য, পশুপালন, টেক্সটাইল, জ্বালানি, নিউক্লিয়ার টেকনোলজি, রোবোটিকস, এআইসহ বিজ্ঞান ও প্রযুক্তির বিস্তৃত শাখা।

আবেদনকারীর যোগ্যতা

  • শুধু বাংলাদেশি নাগরিকরাই আবেদন করতে পারবেন।
  • আবেদনকারীর বয়স ৩১ আগস্ট ২০২৫ পর্যন্ত সর্বোচ্চ ৩৬ বছর হতে হবে।
  • শিক্ষাজীবনে এসএসসি থেকে স্নাতকোত্তর পর্যন্ত সকল পর্যায়ে বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ হতে হবে এবং প্রত্যেকটি পরীক্ষায় সিজিপিএ ৪.০০ স্কেলে ন্যূনতম ৩.২৫ অথবা ৫.০০ স্কেলে ন্যূনতম ৪.০০ থাকতে হবে।
  • IELTS (Academic)–এ Overall স্কোর কমপক্ষে ৬.৫, TOEFL iBT–তে কমপক্ষে ৮৮, কিংবা PTE Academic–এ ৫৯ থাকতে হবে। স্কোর অবশ্যই ৩১ আগস্ট ২০২৫ পর্যন্ত কার্যকর হতে হবে।
  • যারা সরকারি চাকরিজীবী, তাদের স্থায়ী নিয়োগ থাকতে হবে এবং যথাযথ কর্তৃপক্ষের অগ্রায়নপত্র লাগবে।

আবেদনপত্রের সঙ্গে যা জমা দিতে হবে

  • সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি
  • সব শিক্ষাগত যোগ্যতার সনদ ও নম্বরপত্র
  • বিশ্ববিদ্যালয়ের অফার লেটার ও ভর্তি রসিদ
  • বিভাগীয় প্রধানের প্রত্যয়নপত্র
  • তত্ত্বাবধায়কের স্বাক্ষরিত গবেষণা প্রস্তাব ও পরিকল্পনা
  • জাতীয় পরিচয়পত্র বা জন্মসনদ ও পাসপোর্ট
  • ইংরেজি ভাষার স্কোর সনদ (IELTS/TOEFL/PTE)
  • চাকরিজীবীদের জন্য অগ্রায়নপত্র
  • অন্য কোনো অনুদান বা ফেলোশিপ গ্রহণ না করার প্রত্যয়ন
  • আবেদন ফি বাবদ ২,০০০ টাকা অনলাইনে জমা দিতে হবে

আবেদনপত্র জমা দেওয়ার নিয়ম

অনলাইনে আবেদনপত্র পূরণের পর এর প্রিন্ট কপি ও তিন কপি সত্যায়িত ছবিসহ সব কাগজপত্র প্রথম শ্রেণির গেজেটেড অফিসার দ্বারা সত্যায়ন করে স্পাইরাল বাইন্ডিং করে একটি খামে জমা দিতে হবে। খামের ঠিকানা-

  • প্রধান নির্বাহী কর্মকর্তা
  • বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট
  • ১১তম তলা, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স (NSTSC),
  • আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা–১২০৭

এই খামটি অবশ্যই ৪ সেপ্টেম্বর ২০২৫, অফিস চলাকালে ডাক/কুরিয়ার/বাহকের মাধ্যমে পৌঁছাতে হবে।

ফেলোশিপ–সংক্রান্ত যেকোনো তথ্য জানতে ট্রাস্টের ওয়েবসাইটে রক্ষিত নীতিমালা ও সচরাচর জিজ্ঞাসা অংশ দেখা যেতে পারে। আবেদনসংক্রান্ত প্রয়োজনে সংশ্লিষ্ট সাইটে টিকিট তৈরি করুন অথবা নির্ধারিত নম্বরে (+8801713-157012, +8801796-244480) যোগাযোগ করুন।