চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আশেপাশের এলাকায় সোমবার (১ সেপ্টেম্বর) রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ও শহরের সংশ্লিষ্ট এলাকায় সব ধরনের সমাবেশ, মিছিল নিষিদ্ধ থাকবে। হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন এ আদেশ জারি করেন।
আদেশ অনুযায়ী, রোববার (৩১আগস্ট) দুপুর ২টা থেকে সোমবার (১ সেপ্টেম্বর) রাত ১২টা পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি বলবৎ থাকবে।
পুলিশ সূত্রে জানা যায়, নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং অশান্তি রোধে এই নির্দেশনা দেওয়া হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার (৩০ আগস্ট) রাতের সংঘর্ষের জের ধরে রোববার (৩১আগস্ট) দুপুরেও একই এলাকায় সংঘর্ষ শুরু হয়। এতে অন্তত ৫০ জন আহত হন। আহতদের মধ্যে শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের প্রোক্টরিয়াল বডির দুই শিক্ষক রয়েছেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তানভীর মোহাম্মদ আরিফ বলেন, ‘আমরা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য কাজ করে যাচ্ছি। আমি এখন শিক্ষার্থীদের সঙ্গে আছি।’
সংঘর্ষে উভয় পক্ষই ইটপাটকেল নিক্ষেপ এবং লাঠিসোটা নিয়ে হামলা চালালে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।