রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন ২০২৫’র প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশন।
এতে সহ-সভাপতি (ভিপি) পদে ১ জনসহ কেন্দ্রীয় সংসদে ৫ জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। ফলে কেন্দ্রীয় সংসদে ২৫০ জনের প্রার্থিতা বহাল রয়েছে। এছাড়া সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের ২ জন প্রার্থীর প্রার্থিতা বাতিল হওয়াতে ৬০ জনের প্রার্থিতা বহাল রয়েছে।
সহ-সভাপতি (ভিপি) পদে সাগর আহমেদ মিয়া নামে একজন প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছে। সাধারণ সম্পাদক সহকারী সম্পাদক (জিএস) পদে ১ জন, পরিবেশ ও সমাজকল্যাণ বিষয়ক সহকারী সম্পাদক ১ জন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহকারী সম্পাদক ১ জন ও নির্বাহী সদস্য পদে ১ জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে।
এছাড়া সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে ২ জনের প্রার্থিতা প্রাথমিকভাবে বাতিল করা হয়েছ। নির্বাচনের তফসিল অনুযায়ী আগামীকাল ১১ সেপ্টেম্বর মনোনয়ন পত্র বাতিল হওয়া বিষয়ে আপিল করা যাবে। আপিল শুনানি ও নিষ্পপ্তি শেষে আগামী ১৪ সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এছাড়া ১৩ সেপ্টেম্বর প্রার্থিতা বাতিল করতে পারবেন প্রার্থীরা।
প্রার্থিতা বাতিলের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম বলেন, প্রার্থিতা বাতিলের অনেকগুলো প্যারামিটার রয়েছে। অনেকের ব্যাংক রশিদ নেই, অনেকের সিগনেচার নেই, অনেকের ছবি নেই, অনেকে ডোপ টেস্টের রিপোর্ট জমা দেননি।
প্রাথমিক তালিকা অনুয়ায়ী, কেন্দ্রীয় সংসদে ভিপি পদে ১৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৪ জন, সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে ১৬ জন, সম্পাদক, ক্রীড়া ও খেলাধুলা পদে ৯ জন, সহকারী সম্পাদক, ক্রীড়া ও খেলাধুলা পদে ৬ জন, সম্পাদক, সংস্কৃতি বিষয়ক পদে ১১ জন, সহকারী সম্পাদক, সংস্কৃতি বিষয়ক ৯ জন, সম্পাদক, মহিলা বিষয়ক ৭ জন, সহকারী সম্পাদক, মহিলা বিষয়ক ৮ জন, সম্পাদক, তথ্য ও গবেষণা ১৩ জন, সহকারী সম্পাদক, তথ্য ও গবেষণা ৮ জনের প্রার্থিতা বহাল রয়েছে।
এছাড়া সম্পাদক, মিডিয়া ও প্রকাশন ১০ জন, সহকারী সম্পাদক, মিডিয়া ও প্রকাশনা ১০ জন, সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তি ১০ জন, সহকারী সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তি ৬ জন , সম্পাদক, বিতর্ক ও সাহিত্য বিষয়ক ৭ জন, সহকারী সম্পাদক, বিতর্ক ও সাহিত্য বিষয়ক ৮ জন, সম্পাদক, পরিবেশ ও সমাজকল্যাণ ১২ জন, সহকারী সম্পাদক, পরিবেশ ও সমাজকল্যাণ ১৭ জন এবং নির্বাহী সদস্য ৪টি পদে মোট ৫৫ জনের প্রার্থিতা বহাল রয়েছে।