চাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকে মনোনয়ন ফরম সংগ্রহের মাধ্যমে প্রার্থীরা তাদের নির্বাচনী যাত্রা শুরু করেছেন।

প্রথম দিনে ক্রীড়া সম্পাদক পদে প্রথম মনোনয়নপত্র সংগ্রহ করেন ব্যবস্থাপনা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ তায়েফুল আলম ফরাজি। এর কিছুক্ষণ পর নাট্যকলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাবিবুর রহমান সহ-সভাপতি (ভিপি) পদে প্রথম মনোনয়নপত্র সংগ্রহ করেন।

চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন জানান, আজকের দিনে আমরা কয়েকজন প্রার্থীকে মনোনয়নপত্র নিতে দেখেছি। পরিবেশ সম্পূর্ণ শান্তিপূর্ণ। প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি মনোনয়ন ফরমের সঙ্গে নির্দেশিকা ও রশিদ দেওয়া হচ্ছে, যা ডোপ টেস্ট শেষে জমা দিতে হবে।

এছাড়া চাকসু ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকাও আজ প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৬৩৪ জন, যা খসড়া তালিকার তুলনায় ১,৮০৮ জন বেশি। এর আগে গত ১ সেপ্টেম্বর প্রকাশিত খসড়া তালিকায় ভোটার সংখ্যা ছিল ২৫ হাজার ৮৬৬ জন।