জাতীয় বিশ্ববিদ্যালয় (এনইউ) নিজস্ব অর্থায়নে কলেজ শিক্ষকদের জন্য আয়োজিত ‘কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট (সিপিডি)’ ষষ্ঠ ব্যাচের প্রশিক্ষণ স্থগিত করা হয়েছে। অনিবার্য কারণে কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) এনইউ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অধিভুক্ত স্নাতক (পাস), স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর স্তরে পাঠদানকারী কলেজ শিক্ষকদের জন্য জেলা পর্যায়ে সিপিডি প্রশিক্ষণের আয়োজন করা হয়েছিল। এর আওতায় সেপ্টেম্বর মাসে কক্সবাজার জেলা ও পার্শ্ববর্তী জেলার কলেজ শিক্ষকদের নিয়ে পাঁচ দিনব্যাপী ফেস টু ফেস মোডে প্রশিক্ষণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
তবে অনিবার্য পরিস্থিতির কারণে প্রশিক্ষণ স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় জানিয়েছে, পরবর্তী সময়ে প্রশিক্ষণ শুরুর সিদ্ধান্ত নিলে নতুন সময়সূচি উল্লেখ করে বিজ্ঞপ্তি প্রচার করা হবে। সংশ্লিষ্টরা শিক্ষক প্রশিক্ষণ দপ্তরের অফিসিয়াল ফেসবুক পেজ বা তথ্যসেবা নম্বরে যোগাযোগ করে বিস্তারিত তথ্য জানতে পারবেন।