চাকসু নির্বাচনে প্যানেল দিচ্ছে না বাগছাস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে কোনো প্যানেল দেবে না বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস)।  

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বাগছাস চবি শাখার সদস্য সচিব আল মাশনূন। 

তিনি বলেন, 'আমরা রাজনৈতিকভাবে চাকসুতে নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছি। তবে কোনো প্রার্থী স্বতন্ত্রভাবে অংশ নিতে চাইলে নিতে পারবেন।'

এদিকে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ছিল চাকসু ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন। সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত সময়সীমা থাকলেও শিক্ষার্থীদের ভিড়ের কারণে কার্যক্রম বাড়িয়ে দেওয়া হয়। নির্বাচন কমিশনের ভেতরে উপস্থিত শিক্ষার্থীদের মনোনয়ন সংগ্রহ সম্পন্ন না হওয়া পর্যন্ত এই কার্যক্রম চলতে থাকে।

রোববার (১৪ সেপ্টেম্বর) এবং সোমবার (১৫ সেপ্টেম্বর) দুই দিনে কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের মোট ১৬৯ জন শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে সহসভাপতি (ভিপি) পদে ৮ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ২ জন এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ২ জন রয়েছেন। তবে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) শেষ দিনে কতজন শিক্ষার্থী মনোনয়ন নিয়েছেন, তা এখনও নির্বাচন কমিশন জানায়নি।

চাকসুর ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা নেওয়া হবে বুধবার (১৭ সেপ্টেম্বর) পর্যন্ত। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) যাচাই-বাছাই হবে। প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ হবে রোববার (২১ সেপ্টেম্বর) এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ৩টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর)। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী রোববার (১২ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ভোট শেষে শুরু হবে গণনা।