গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচন আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন কমিশন ভোটগ্রহণকে সুষ্ঠু, স্বচ্ছ ও নির্বিঘ্ন করতে শিক্ষার্থীদের জন্য ধাপে ধাপে স্পষ্ট নির্দেশনা দিয়েছে। এতে ভোটারদের প্রবেশ থেকে শুরু করে ভোট প্রদান ও কেন্দ্র ত্যাগ—সবকিছুর নিয়ম-কানুন তুলে ধরা হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, ভোটের দিন বিশ্ববিদ্যালয়ে প্রবেশের সময় ভোটারদের অবশ্যই নিজস্ব পরিচয়পত্র (আইডি কার্ড) দেখাতে হবে। একাডেমিক ভবনের নিচতলায় স্থাপিত তথ্যকেন্দ্র থেকে তারা নিজ নিজ ভোটকেন্দ্রের সঠিক অবস্থান ও পথনির্দেশনা পাবেন। ভোটকেন্দ্রে প্রবেশকালে আইডি কার্ড ছাড়া অন্য কোনো বস্তু বহন সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।
ভোটকেন্দ্রে ঢুকে প্রথমেই পোলিং অফিসারের কাছে আইডি কার্ড প্রদর্শন করে পরিচয় নিশ্চিত করতে হবে। এরপর ভোটার তালিকার সঙ্গে নাম মেলানো হবে এবং ভোটারকে স্বাক্ষর ও আঙুলের ছাপ দিতে হবে। প্রতিটি কেন্দ্রে দুইজন শিক্ষক-পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন, আর সার্বিক তদারকির দায়িত্বে থাকবেন একজন প্রেসাইডিং অফিসার।
পরিচয় যাচাই সম্পন্ন হলে ভোটারদের হাতে দেওয়া হবে দুটি ব্যালট পেপার—একটি সম্পাদকীয় পদ এবং অন্যটি অনুষদ প্রতিনিধি পদগুলোর জন্য। গোপন ভোটকক্ষে গিয়ে প্রার্থীর নামের পাশে নির্দিষ্ট ঘরে (×) চিহ্ন দিয়ে ভোট দিতে হবে। একই পদে একাধিক ঘরে চিহ্ন দেওয়া বা নির্দিষ্ট ঘরের বাইরে ভোট দিলে সেটি বাতিল বলে গণ্য হবে।
ভোট প্রদান শেষে ব্যালটটি ভাঁজ করে নির্ধারিত ব্যালট বাক্সে ফেলতে হবে এবং শৃঙ্খলা বজায় রেখে ভোটকেন্দ্র ত্যাগ করতে হবে। প্রতিটি কেন্দ্রে একজন পর্যবেক্ষক থাকবেন, যিনি ভোটগ্রহণের পুরো প্রক্রিয়া নজরদারি করবেন।
নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, ভোট চলাকালে কোনো প্রার্থী কমিশনের নির্ধারিত এলাকায় প্রবেশ করতে পারবেন না। ভোটকেন্দ্রে ভোটার ছাড়া অন্য কারও প্রবেশাধিকারও থাকবে না।