ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

জকসুর প্রার্থী হচ্ছেন কারাবন্দি সেই খাদিজা

আপডেট : ০১ নভেম্বর ২০২৫, ০২:০১ পিএম

আসন্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে প্রার্থী হচ্ছেন খাদিজাতুল কুবরা। তিনি ১৫ মাস কারাগারে থাকার পর এবার জকসু নির্বাচনে অংশ নিচ্ছেন।

সম্প্রতি দেশের বেসরকারি একটি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এই শিক্ষার্থী। 

খাদিজাতুল কুবরা বলছেন, জিএস অথবা এজিএস পদে প্রার্থী হতে চান তিনি। তবে কোন প্যানেল থেকে প্রার্থী হবেন, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। খুব শিগগিরই বিষয়টি জানাবেন।

খাদিজাতুল কুবরা ২০১৯–২০ শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। ২০২০ সালের অক্টোবর মাসে তৎকালীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অনলাইনে বক্তব্য প্রচার ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগে কলাবাগান ও নিউমার্কেট থানায় তার বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের হয়। এই মামলায় তিনি প্রায় ১৫ মাস কারাগারে ছিলেন।

বর্তমানে তিনি জবির নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী ছাত্রী হলের আবাসিক শিক্ষার্থী।

NB/AHA
আরও পড়ুন