চলতি সপ্তাহেই চূড়ান্ত হচ্ছে ঢাবির ভর্তি পরীক্ষার তারিখ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষা নিয়ে আগামীকাল রোববার (১২ অক্টোবর) সভায় বসছেন বিভিন্ন অনুষদের ডিনরা।

শনিবার (১১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা এসব তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘আগামীকাল ডিনস কমিটির মিটিং হবে, পরশুদিন (সোমবার) ভর্তি কমিটির। সাধারণ ভর্তি কমিটির মিটিংয়ের আগের দিন ডিনরা বিষয়টি নিয়ে আলাপ-আলোচনা করে নেন। তারাই বিভিন্ন ইউনিটের দায়িত্বে থাকেন। তাদের এসব বিষয় নিয়ে ভর্তি কমিটির সভায় বিস্তারিত আলোচনা হবে।’

ড. সায়মা হক বিদিশা বলেন, ভর্তির সময় নিয়ে একটি প্রস্তাবনা আছে। সাধারণত সবার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে কাজ হয়। তারপরও অনেক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সামঞ্জস্য রাখার একটি ব্যাপার আছে। ছুটি আছে কিনা দেখতে হয়। রেজাল্ট দেওয়ার সময়সহ সবকিছু যাচাই-বাছাই করে ভর্তি কমিটির সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হয় আমাদের।

এর পাশাপাশি অন্য কোনও বিষয়ে পরিবর্তনের প্রয়োজন আছে কিনা, সে সব বিষয়েও সিদ্ধান্ত নিতে হয় জানিয়ে তিনি বলেন, ‘যদি কোনও নতুন প্রস্তাব আসে, তা নিয়ে সবাই আলোচনা করেন। সাধারণত ডিনস কমিটির সভায় প্রাথমিক আলোচনার পর ভর্তি কমিটির সভায় সবকিছু চূড়ান্ত করা হয়।’

জানা গেছে, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির বৈঠকে বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়। এতে বিভিন্ন অনুষদের ডিনরা উপস্থিত ছিলেন। 

সূত্র জানায়, ডিনস কমিটির সভায় নেওয়া ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ অনুযায়ী, আগামী নভেম্বরের শুরুতে এবারের শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে জন্য অনলাইনে আবেদন শুরু হবে। ২৮ নভেম্বর আইবিএ, ২৯ নভেম্বর চারুকলা ইউনিট, ৬ ডিসেম্বর ব্যবসা শিক্ষা ইউনিট, ১৩ ডিসেম্বর বিজ্ঞান ইউনিট এবং ২০ ডিসেম্বর কলা, সামাজিক বিজ্ঞান ও আইন ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে।