রাকসু ভবন বিজয়ীদের জন্য প্রস্তুত হচ্ছে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হলো কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন। এই নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট ভূমিধস জয় অর্জন করেছে। মোট ২৩টি পদে ২০টিতে তারা জিতে নির্বাচনি ইতিহাস গড়েছে। বাকী তিনটি পদে একজন ছাত্রদল প্যানেল, একজন সাবেক সমন্বয়ক ও একজন স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছেন।

নবনির্বাচিত এসব নেতাদের জন্য রাকসু ভবনে পৃথক কক্ষ তৈরির কাজ চলছে। ভিপি, জিএস, এজিএসসহ সব পদে নির্বাচিতদের বসার জায়গা শনিবারের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করছে।

অধ্যাপক মাঈন উদ্দীন, উপউপাচার্য (প্রশাসন) জানান, রাকসু ভবনের সংস্কার কাজ দ্রুত এগিয়ে চলছে। সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো আপাতত বিশ্ববিদ্যালয়ের একটি স্কুলের টিনশেড ভবনে স্থানান্তর করা হয়েছে। আগামী রোববার থেকে নবনির্বাচিতরা তাদের কক্ষে বসার সুযোগ পাবেন।

১৬ অক্টোবর অনুষ্ঠিত রাকসু নির্বাচনে ভিপি পদে জয়ী হয়েছেন মোস্তাকুর রহমান জাহিদ (ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট), এজিএস পদে নির্বাচিত হয়েছেন এস এম সালমান সাব্বির, এবং জিএস পদে জয়লাভ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার।

এইবারের নির্বাচনে ২৩টি পদে ২৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভিপি পদে ১৮, জিএস পদে ১৩ এবং এজিএস পদে ১৬ প্রার্থী অংশগ্রহণ করেন। মোট ১১টি প্যানেল মনোনয়ন পেশ করেছে। এছাড়া সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে ৫টি পদে ৫৮ জন ও হল সংসদ নির্বাচনে ১৫টি পদে ৫৯৭ জন প্রার্থী প্রতিযোগিতা করেন।