রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫-২৬ সেশনে স্নাতক ও স্নাতক (সম্মান) প্রথমবর্ষে 'সি' ইউনিটে ভর্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হবে। এতে আসন প্রতি লড়বেন ৮২ জন ভর্তিচ্ছু।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক ড. সাইফুল ইসলাম তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জালিয়াতিসহ যেকোন অপতৎপরতা ঠেকাতে বিভিন্ন স্তরে নিরাপত্তা জোরদার আছে। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে আমরা কাজ করছি। সকলের সহযোগিতাও কাম্য।
জানা গেছে, এই ইউনিটে সিট আছে ১ হাজার ৫৩৬টি। মোট আবেদন পড়েছে ১ লাখ ২৬ হাজার ২২৫টি। তার মধ্যে বিজ্ঞানের শিক্ষার্থীরা আবেদন করেছে ১ লাখ ২০ হাজার ৮৩৮ জন এবং অবিজ্ঞান বিভাগের ৫ হাজার ৩৮৭ জন। ফলে প্রতি আসনে লড়বেন ৮২ জন ভর্তিচ্ছু। এছাড়া এ ও বি ইউনিটে আবেদন পড়েছে ১ লাখ ১১ হাজার ৫১৪টি। ‘বি’ ইউনিটে ৩০ হাজার ৮৮৬টি। তিন ইউনিটে মোট আবেদন পড়েছে ২ লাখ ৭২ হাজার ৬২৫টি। ১৭ জানুয়ারি ‘এ’ ইউনিট ও ২৪ জানুয়ারি ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন এক ঘণ্টা সময়সীমার এই পরীক্ষা দুই শিফটে বেলা ১১টা থেকে দুপুর ১২টা ও বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশাল অঞ্চলের নির্ধারিত কেন্দ্র ভর্তিচ্ছুরা পরীক্ষায় অংশ নেবেন।
কেন্দ্রে প্রবেশের নির্দেশনা ও জালিয়াতি ঠেকাতে প্রস্তুতি
ভর্তিচ্ছুদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে কেন্দ্র প্রবেশ করতে হবে। সঙ্গে কোন ধরণের ইলেকট্রনিকসের ডিভাইস রাখা যাবে না। উভয় কান উন্মুক্ত রাখতে হবে।
পরীক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশ ও গোয়েন্দা সংস্থা; প্রক্টরিয়াল টিম, বিএনসিসি ও রোভার স্কাউটস এবং পরীক্ষা কমিটি ও আইসিটি সেন্টার এই তিন স্তর তৎপর থাকবে। অসদুপায় অবলম্বন করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। অর্থের বিনিময়ে ভর্তি কিংবা জালিয়াত চক্র থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। এমন চক্রের সন্ধান পেলে তৎক্ষণাৎ প্রক্টর দপ্তর কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগেরও আহ্বান জানানো হয়েছে।

