চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচন-২০২৫ এ নবনির্বাচিত ছাত্র প্রতিনিধিদের নাম গেজেট প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে এ গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। আগামী বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের অডিটোরিয়ামে তাদের শপথগ্রহণ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।
এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ও শপথগ্রহণ অনুষ্ঠান পরিচালনা কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো. কামাল উদ্দিন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শপথ বাক্য পাঠ করাবেন চাকসু সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। বিশেষ অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মনির উদ্দিন।
গত ১৫ অক্টোবর ৩৫ বছর পর অনুষ্ঠিত হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (চাকসু) আবারও নেতৃত্বে ফিরেছে ছাত্রশিবির। সংগঠনটির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’-এর প্রার্থীরা ভিপি-জিএসসহ ২৪টি পদে নির্বাচিত হয়েছেন।
এদিকে কেন্দ্রীয় সংসদে ছাত্রদল থেকে শুধু এজিএস নির্বাচিত হয়েছেন। মোট ৯টি হল ও ১টি হোস্টেলের ১৪০টি পদে নির্বাচনের ফল অনুযায়ী শিবির পেয়েছে ৭৬টি পদ, ছাত্রদল পেয়েছে ১৯টি। বাকি ৪৫টি পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র ও বাম সংগঠনের প্রার্থীরা।