সরকারি স্কুলে ভর্তির নতুন নীতিমালা প্রকাশ

সরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির নতুন নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে সচিব রেহেনা পারভীন স্বাক্ষরিত নীতিমালাটি জারি করা হয়। নতুন নীতিমালায় কোটাসহ ভর্তি প্রক্রিয়ায় বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।

ভর্তির শ্রেণি ও বয়সসীমা

নীতিমালা অনুযায়ী, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অ্যান্ট্রি (প্রবেশ) শ্রেণিতে এবং আসন শূন্য থাকলে নবম শ্রেণি পর্যন্ত যেকোনো শ্রেণিতে ভর্তি নেওয়া যাবে। ‘জাতীয় শিক্ষানীতি ২০১০’ অনুসারে ৬ বছরের বেশি বয়সী শিক্ষার্থীকে ভর্তি নিশ্চিত করতে হবে।

২০২৬ শিক্ষাবর্ষে ভর্তির জন্য বয়সসীমা নির্ধারণ করা হয়েছে-

  • সর্বনিম্ন বয়স: ১ জানুয়ারি ২০২৬ অনুযায়ী কমপক্ষে ৫ বছর (জন্মতারিখ ১ জানুয়ারি ২০২১ বা তার আগে নয়)
  • সর্বোচ্চ বয়স: ৩১ ডিসেম্বর ২০২৬ অনুযায়ী সর্বোচ্চ ৭ বছর (জন্মতারিখ ৩১ ডিসেম্বর ২০১৮ বা তার পর নয়)

বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য বাড়তি ৫ বছরের সুবিধা প্রযোজ্য হবে। বয়স যাচাইয়ের জন্য অনলাইন জন্মনিবন্ধনের সত্যায়িত কপি জমা দিতে হবে। পরবর্তী শ্রেণিতে বয়স নির্ধারণ ধারাবাহিকভাবে অনুসরণ করা হবে।

২০২৬ শিক্ষাবর্ষ ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে। প্রতি শাখায় সর্বোচ্চ ৫৫ জন শিক্ষার্থী ভর্তি করা যাবে।

আবেদন ও ডিজিটাল লটারি

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ভর্তির আবেদন, লটারি এবং ফি নির্ধারণ করবে। মাউশি কেন্দ্রীয়ভাবে ডিজিটাল লটারি পরিচালনা করবে।

  • একজন শিক্ষার্থী সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় পছন্দ করতে পারবে।
  • ডাবল শিফট বিদ্যালয়ে উভয় শিফট পছন্দ করলে তা আলাদা দুটি পছন্দ হিসেবে গণ্য হবে।
  • পছন্দের বিদ্যালয়গুলোর মধ্যে একটি চূড়ান্তভাবে সফটওয়্যারে নিশ্চিত করতে হবে।

ঢাকার ক্যাচমেন্ট এরিয়া অপরিবর্তিত

ঢাকা মহানগরের ৪৪টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় আগের মতো তিন গ্রুপে বিভক্ত থাকবে। প্রতিটি স্কুলের প্রধান সর্বোচ্চ তিনটি সংলগ্ন থানা ক্যাচমেন্ট এরিয়া হিসেবে নির্ধারণ করতে পারবেন।

ক্যাচমেন্ট এরিয়ার শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত আসন: ৪০%

কোটার বিস্তারিত

  • ক্যাচমেন্ট কোটা: ৪০%
  • মুক্তিযোদ্ধা সন্তান: ৫%
  • বিশেষ চাহিদাসম্পন্ন: ২%
  • শিক্ষা মন্ত্রণালয় ও অধীন অফিস–সংস্থার সন্তান: মোট ১%
  • মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী: ০.৫%
  • অধীন দপ্তর–সংস্থা: ০.৫%
  • যমজ কোটা: ৩% থেকে কমিয়ে ২%
  • সহোদর কোটা: ২% থেকে বাড়িয়ে ৩%

যমজ ও সহোদর কোটা সর্বোচ্চ এক দম্পতির তিন সন্তান পর্যন্ত প্রযোজ্য।
এ ছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি পাস করা শিক্ষার্থীদের জন্য ষষ্ঠ শ্রেণিতে ১০% আসন সংরক্ষিত থাকবে।

ভর্তি কমিটি

  • ঢাকা মহানগরে: মাউশির মহাপরিচালক
  • জেলা পর্যায়ে: জেলা প্রশাসক
  • উপজেলা পর্যায়ে: ইউএনও
    এর নেতৃত্বে ভর্তি কমিটি গঠন করা হয়েছে।

সম্ভাব্য সময়সূচি

মাউশির সভায় নির্ধারিত সময়সূচি অনুযায়ী-

  • বিজ্ঞপ্তি প্রকাশ: ১৯ নভেম্বরের মধ্যে
  • আবেদন শুরু: ২১ নভেম্বর
  • আবেদন শেষ: ৭ ডিসেম্বর
  • ডিজিটাল লটারি: ১৪ ডিসেম্বর
  • ভর্তি: ১৭–২১ ডিসেম্বর

নতুন নীতিমালায় কোটার পরিবর্তন, বয়সসীমা নির্ধারণ, ডিজিটাল লটারি প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং ক্যাচমেন্ট নীতির স্পষ্টতা সব মিলিয়ে সরকারি স্কুল ভর্তিতে নতুন কাঠামো যুক্ত হয়েছে।