বান্দরবানের থানচিতে নাফাখুম ঝরনায় ঘুরতে গিয়ে পা পিছলে পড়ে নিখোঁজের দুই দিন পর এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম মো. ইকবাল হোসেন (২৫)। তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এমএসই বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র।
রোববার (১৬ নভেম্বর) বিকেলে লাশটি উদ্ধার করে চট্টগ্রাম থেকে যাওয়া ডুবুরি দল।
এর আগে গত শুক্রবার (১৪ নভেম্বর) ঢাকার ডেমরা থেকে ১৭ জনের একটি পর্যটক দল প্রশাসন ঘোষিত ভ্রমণ নিষিদ্ধ এলাকায় কোনো প্রকার নিবন্ধন ও স্থানীয় গাইড ছাড়া নাফাখুম ঝরনা এলাকায় ঘুরতে যায়। সেখানে গিয়ে পা পিছলে পড়ে নিখোঁজ হন ইকবাল। পরে গতকাল শনিবার (১৫ নভেম্বর) সকালে ৫ জন পর্যটক থানচি থানা ও প্রশাসনকে বিষয়টি অবহিত করে।
খবর পেয়ে প্রশাসনিক কর্মকর্তা, বিজিবি, পুলিশ ও ফায়ার ডিফেন্স কর্মকর্তাদের সমন্বয়ের উদ্ধার অভিযান চালিয়ে আজ বিকাল ৪টা ৫৫ মিনিটে ইকবালের লাশ পাওয়া গেছে।
ইকবালের বন্ধু নাফিস আল ইমরান বলেন, ‘ইকবালের লাশ ঢাকায় নিয়ে আসা হবে। সোমবার সকাল ৯টায় ঢাকায় প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। চাঁদপুরের ইকবালের নিজ গ্রামে দ্বিতীয় জানাজা ও দাফন কার্য সম্পন্ন হবে।’
থানচি ফায়ার ডিফেন্সের কর্মকর্তা রাশিদুর রহমান মৃদা বলেন, ‘আজ (রোববার) বিকাল ৪টা ৫৫ মিনিটে নাফাখুম জলপ্রপাতে পানির নিচ থেকে ইকবালের লাশ উদ্ধার করা হয়েছে। নদীপথে লাশ নিয়ে আসা হচ্ছে।’