রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করা হয়।
গত বৃহস্পতিবার রুয়েট ক্যাম্পাস ও ঢাকার বুয়েট—এই দুই কেন্দ্রে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এ বছর মোট ১৮ হাজার ২৭৭ জন আবেদনকারীর মধ্যে ১৫ হাজার ৫৬৭ জন পরীক্ষায় অংশ নেন। দুই কেন্দ্র মিলিয়ে গড় উপস্থিতির হার ছিল ৮৫ দশমিক ১৭ শতাংশ।
এর মধ্যে রাজশাহীর রুয়েট কেন্দ্রে ৬ হাজার ৮৭৮ জন (৮১.১৪ শতাংশ) এবং ঢাকার বুয়েট কেন্দ্রে ৮ হাজার ৬৮৯ জন (৮৮.৬৬ শতাংশ) পরীক্ষার্থী উপস্থিত ছিলেন।
এ বছর ভর্তি পরীক্ষা দুটি গ্রুপে অনুষ্ঠিত হয়। ‘ক’ গ্রুপের পরীক্ষার্থীদের পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত ও ইংরেজি বিষয়ে ৪০০ নম্বরের এমসিকিউ পরীক্ষায় অংশ নিতে হয়। অন্যদিকে ‘খ’ গ্রুপের (স্থাপত্য) জন্য অতিরিক্ত ২০০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হয়।
পরীক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (admission.ruet.ac.bd) থেকে তাদের রোল নম্বর ইনপুট দিয়ে বিস্তারিত ফলাফল ও মেধা তালিকা দেখে নিতে পারবেন।
নানা আয়োজনে রুয়েট দিবস উদযাপন
