টিএসসিতে শেখ হাসিনার রায় দেখানো হচ্ছে বড় পর্দায়

চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের রায় পড়া শুরু করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ রায়ের কার্যক্রম টিএসসির পায়রা চত্বরে বড় পর্দায় দেখানো হচ্ছে। 

রায় ঘোষণাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সাধারণ মানুষের উপস্থিতি দেখা গেছে। এ সময় বিভিন্ন স্লোগানও দিতে দেখা যায় উপস্থিতদের।

এ সময় তারা ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই’, ‘বিচার বিচার বিচার চাই, খুনি হাসিনার বিচার চাই’, ‘রশি লাগলে রশি নে, খুনি হাসিনাকে ফাঁসি দে,’ ‘লীগ ধর, জেলে ভর’ ইত্যাদি স্লোগান দেন।

ঢাবি শিক্ষার্থী সাইদুজ্জামান নূর আলভী বলেন, “আওয়ামী লীগ এবং শেখ হাসিনা দীর্ঘদিন ধরে বাংলাদেশের মানুষের ওপর নির্যাতন চালিয়েছে। গত ১৭ বছরে গুম-খুনসহ বহু অন্যায় হয়েছে। এরপর জুলাইয়ে যে গণহত্যা হয়েছে তার মাস্টারমাইন্ড হিসেবে হাসিনার ফাঁসির রায় শুনতে আমরা এখানে আছি।”

অপর এক শিক্ষার্থী উবায়দুর রহমান হাসিব বলেন, “জুলাইয়ে আমাদের ভাইকে যে হত্যা করা হয়েছে, তার মূল পরিকল্পনাকারী খুনি হাসিনা। তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের রায় ঘোষণার প্রত্যাশা করছি। আমাদের এই প্রজন্মেই তার ফাঁসি কার্যকর হতে হবে।”