শেকৃবি শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

ঢাকায় পরপর ভূমিকম্পের প্রেক্ষিতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। 

রোববার (২৩ নভেম্বর) এক জরুরি সভা শেষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত জানায়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল সোমবার বিকেল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। 

শুক্রবার (২১ নভেম্বর) ৫.৭ মাত্রার ভূমিকম্পে সারা ঢকা কেপে উঠলে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ৭টি আবাসিক হলের ৩টিতে  ফাটল ধরে। এতে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আতঙ্ক দেওয়া যায়। এ সময় হলগুলোর সার্বিক অবস্থা পরিদর্শন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং হলগুলোর ফিটনেস পরীক্ষা করার জন্য একটি কমিটি গঠন করে প্রশাসন।