বাকৃবি

খালেদা জিয়া হলের হাউস টিউটর সাবেক ছাত্রলীগ নেত্রী, সমালোচনার ঝড়

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নবনির্মিত বেগম খালেদা জিয়া হলের হাউস টিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক এক নেত্রী। বিএনপি চেয়ারপারসনের নামে করা হলের দায়িত্বে ছাত্রলীগের পদধারী শিক্ষককে নিয়োগ দেওয়ায় বিশ্ববিদ্যালয়জুড়ে তীব্র সমালোচনা ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

অভিযুক্ত ওই শিক্ষকের নাম সানজিদা ইয়াসমিন ইতু। তিনি বিশ্ববিদ্যালয়ের কৃষি রসায়ন বিভাগের প্রভাষক এবং বাকৃবি শাখা ছাত্রলীগের হল কমিটির সাবেক সহ-সভাপতি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ২০ অক্টোবর নারী শিক্ষার্থীদের আবাসন সুবিধা বৃদ্ধির লক্ষ্যে নবনির্মিত বেগম খালেদা জিয়া হলের উদ্বোধন করা হয়। এই হলের হাউস টিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয় প্রভাষক সানজিদা ইয়াসমিন ইতুকে।

অনুসন্ধানে দেখা যায়, ২০২০ সালের ২ ফেব্রুয়ারি তৎকালীন বাকৃবি শাখা ছাত্রলীগের সভাপতি মো. সবুজ কাজী এবং সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রুবেল স্বাক্ষরিত বেগম রোকেয়া হলের কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে সহ-সভাপতি হিসেবে সানজিদা ইয়াসমিন ইতুর নাম ছিল।

ছাত্রলীগের পদ থাকার বিষয়টি স্বীকার করলেও সক্রিয় রাজনীতির কথা অস্বীকার করেছেন সানজিদা ইয়াসমিন ইতু। তিনি বলেন, ‘আমার ছাত্রলীগে পদ ছিল, কিন্তু আমি কখনো একটিভ পলিটিক্স (সক্রিয় রাজনীতি) করিনি। যখন যে দলের প্রভাব থাকে, তখন মেরিট লিস্টে থাকা শিক্ষার্থীদের নাম কমিটিতে দেওয়া হয়। এভাবেই আমার নাম দেওয়া হয়েছিল।’

এ বিষয়ে বেগম খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুক বলেন, ‘সাধারণত হাউস টিউটর হন জুনিয়র লেভেলের শিক্ষকরা। বর্তমানে জুনিয়র শিক্ষকের সংকট রয়েছে। হল পরিচালনার স্বার্থে প্রশাসন হয়তো যারা আগ্রহ প্রকাশ করেছেন, তাদের নিয়োগ দিয়েছে।’ তবে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি।