এনটিআরসিএ শিক্ষক নিয়োগ, সুপারিশ পেলেন ১১ হাজার ৭১৩ জন

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ০৭:৩১ পিএম

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এন্ট্রি লেভেলের শিক্ষক শূন্যতা পূরণে ৭ম (বিশেষ) নিয়োগ বিজ্ঞপ্তির ফলাফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এতে মোট ১১ হাজার ৭১৩ জন প্রার্থীকে নিয়োগের জন্য প্রাথমিকভাবে সুপারিশ করা হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) এনটিআরসিএ’র পরিচালক তাসনিম জেবিন বিনতে শেখ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। প্রার্থীদের মেধাক্রম ও প্রতিষ্ঠানের পছন্দক্রমের ভিত্তিতে সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

এনটিআরসিএ জানায়, সুপারিশকৃতদের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) অধীনে ৫ হাজার ৭৪২ জন, মাদ্রাসায় ৪ হাজার ২৫৫ জন এবং কারিগরি প্রতিষ্ঠানে ৩৫৪ জন রয়েছেন। এছাড়া সংযুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানে আরও ১ হাজার ৩৬২ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।

নতুন ‘বেসরকারি শিক্ষক নিবন্ধন বিধিমালা, ২০২৫’-এর আলোকে এই বিশেষ নিয়োগ কার্যক্রম পরিচালিত হয়। ১৭তম ও ১৮তম নিবন্ধনে উত্তীর্ণ এবং ৩৫ বছরের কম বয়সী প্রার্থীদের কাছ থেকে আবেদন নেওয়া হয়েছিল। মোট ৬৭ হাজার ৮৭টি শূন্য পদের বিপরীতে মাত্র ১৮ হাজার ৩৯৯টি আবেদন জমা পড়ে। এর মধ্যে ইনডেক্সধারী হওয়ায় ১ হাজার ২৭ জনের আবেদন বাতিল করা হয় এবং যোগ্য প্রার্থীদের মধ্য থেকে ১১ হাজার ৭১৩ জনকে সুপারিশ করা হয়।

ফলাফল দেখবেন যেভাবে:
নির্বাচিত প্রার্থীরা এনটিআরসিএ’র অফিশিয়াল ওয়েবসাইট (www.ntrca.gov.bd) এবং টেলিটকের নির্ধারিত লিংক (http://ngi.teletalk.com.bd) থেকে ফলাফল জানতে পারবেন। এছাড়া প্রার্থী ও প্রতিষ্ঠান প্রধানরা নিজ নিজ ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে বিস্তারিত তথ্য দেখতে পাবেন। কারিগরি কারণে কেউ এসএমএস না পেলে ওয়েবসাইট থেকে ফলাফল দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

FJ
আরও পড়ুন