ঘরে বসেই সম্পন্ন করুন স্কুল ভর্তির আবেদন

নতুন শিক্ষাবর্ষের জন্য সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) থেকে শিক্ষার্থী ও অভিভাবকরা সম্পূর্ণ নতুন অনলাইন প্রক্রিয়ায় এই আবেদন করছেন। আবেদনের শেষ সময় আগামী শুক্রবার (৫ ডিসেম্বর) বিকাল ৫টা। প্রতিটি আবেদনের জন্য নির্ধারিত ফি ধরা হয়েছে ১০০ টাকা।

আবেদনের নতুন নিয়ম

এ বছর মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে অনলাইন আবেদন প্রক্রিয়ায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। আগ্রহী শিক্ষার্থী বা অভিভাবকদের আবেদন করতে হলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক নির্ধারিত gsa.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

সেখানে আবেদন ফরম পূরণ করার পর টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বর থেকে SMS এর মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে।

আবেদনপত্রে প্রার্থীকে প্রয়োজনীয় সব তথ্য সঠিকভাবে দিতে হবে। যারা বিভিন্ন কোটায় আবেদন করবেন, তাদের প্রযোজ্য কোটার ঘরে টিক চিহ্ন দিতে হবে তা না হলে কোটা বিবেচনায় আনা হবে না।

অনলাইন ফরমের নির্ধারিত স্থানে প্রার্থীর রঙিন ছবি (৩০০×৩০০ পিক্সেল) স্ক্যান করে JPEG ফরম্যাটে আপলোড করতে হবে।

ফরম সঠিকভাবে পূরণ ও সাবমিট করার পর প্রার্থী স্ক্রিনে ছবিসহ Application Preview দেখতে পারবেন। আবেদন সফলভাবে সাবমিট হলে প্রার্থী একটি User ID সহ Applicant’s Copy পাবেন।  

ফি পরিশোধের নিয়ম

Applicant’s Copy-তে থাকা User ID ব্যবহার করে যেকোনো টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বর থেকে দুটি SMS পাঠিয়ে প্রতিটি আবেদনের জন্য ১০০ টাকা ফি জমা দিতে হবে।

প্রথম SMS

GSA User ID (ওয়েবসাইট থেকে প্রাপ্ত) লিখে 16222 নম্বরে পাঠাতে হবে।

উদাহরণ: GSA ABCDEF → 16222 নম্বরে পাঠাতে হবে।

ফিরতি SMS

প্রথম SMS পাঠানোর পর ফিরতি বার্তায় শিক্ষার্থীর নাম ও একটি PIN নম্বর পাওয়া যাবে। এই PIN ব্যবহার করে দ্বিতীয় SMS পাঠিয়ে আবেদন ফি নিশ্চিত করতে হবে।

ভর্তির আবেদন সংক্রান্ত পূর্ণ বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন এখানে।