কাঞ্চন মল্লিকের বাহুডোরে শ্রীময়ী ইন পিঙ্কি আউট

টালিউডের জনপ্রিয় অভিনেতা কাঞ্চন মল্লিক আবার বিয়ে করেছেন। রোববার (১৮ ফেব্রুয়ারি) মধ্যরাতে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে তার নতুন বিয়ের ছবি। তবে কাকে বিয়ে করেছেন এই অভিনেতা? 

রোববার রাতে কাঞ্চনের নতুন বিয়ের ছবি ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমের পাতায়। ছবিতে দেখা যায় কাঞ্চনের পাশে নববধূর সাজে রয়েছেন শ্রীময়ী চট্টরাজ। গত ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের দিন আইনি বিয়ে সেরেছেন কাঞ্চন-শ্রীময়ী। সোমবার (১৯ ফেব্রুয়ারি) সমাজমাধ্যমের পাতায় তাদের বিয়ের ছবি ভাগ করে নিয়েছেন শ্রীময়ী। 

ছবির সাথে শ্রীময়ী নিজের মনের কথাগুলোও ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সাথে। তিনি লেখেন, “স্নেহ এবং ভালোবাসা দিয়ে কারও জীবন বদলে দিচ্ছেন, এ রকম মানুষের সঙ্গে সাক্ষাৎ খুবই বিরল। তাই সেই মানুষটার সন্ধান পেলে তাঁকে ভালোবাসা দিয়ে আগলে রেখে উদ্‌যাপন করা উচিত। মিস্টার মল্লিক, আমার ভালোবাসা, তুমি শুধুই আমার”। জানা গেছে আগামী ৬ মার্চ কাঞ্চন-শ্রীময়ীর সামাজিক বিয়ের অনুষ্ঠান।

এর আগে গত মাসে আদালত কাঞ্চনের সাবেক স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার বিবাহবিচ্ছেদে আইনি সিলমোহর দেন। তারপর থেকেই টলিপাড়ায় গুঞ্জন ওঠে কাঞ্চন শ্রীময়ীকে বিয়ে করতে পারেন। কারণ, তারা দীর্ঘদিন যাবত সম্পর্কে রয়েছেন। শোনা গেছে, শ্রীময়ীর সঙ্গে সম্পর্কের জেরেই বিবাহবিচ্ছেদ হয়েছে কাঞ্চন-পিঙ্কির। সূত্র: হিন্দুস্থান টাইমস, নিউজ ১৮।