রতন টাটায় মুগ্ধ মিমি

ভারতের বিখ্যাত শিল্পপতি রতন টাটা। তবে শুধু শিল্পপতি হিসাবে নয়, নানা সামাজিক কাজের জন্যই তাকে নিয়ে চর্চা চলে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এবার তিনি তার নিজের তাজ হোটেল চত্বরে পথপশুদের নিরাপদ আশ্রয় দেওয়ার কড়া নির্দেশ দিয়েছেন কর্মীদের। সেই খবর বর্তমানে সোশাল মিডিয়ায় ভাইরাল। তার মানবিক উদ্যোগে মুগ্ধ টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী।

মিমি চক্রবর্তী বরবারই পশুপ্রেমী। নিজের বাড়িতেও দুই পোষ্য সন্তান রয়েছে তার। পথপশুদের অত্যাচেরর বিরুদ্ধেও আওয়াজ তুলেছেন তিনি একাধিকবার। এবার রতন টাটার মানবিক উদ্যোগে খুশি অভিনেত্রী। ইনস্টা স্টোরিতে সেই খবর শেয়ার করে মিমি লিখেছেন, ‘সত্যিকারের অনুপ্রেরণা। যদি সবাই এভাবে বুঝত। সহমর্মিতা এবং দয়া যাঁদের মধ্যে রয়েছে, তাঁরাই প্রকৃত অর্থে ধনী।’ শ্রীলেখা মিত্রও রতন টাটার এমন উদ্যোগে মুগ্ধ।

সম্প্রতি রুবি খান নামে জনৈক এইচআর তাজ হোটেলে একটি কুকুরকে শুয়ে থাকতে দেখে হতবাক হয়ে কর্মীদের জিজ্ঞাসাবাদ করেন। তখনই জানতে পারেন, কুকুরটি জন্মের পর থেকেই সেখানে থাকে। রতন টাটার কড়া নির্দেশ রয়েছে, পথপশুরা যদি হোটেলে প্রবেশ করে তবে তাদের সঙ্গে ভালো আচরণ করতে হবে। আর সেই ঘটনাটিই তিনি তুলে ধরেছেন নিজস্ব সোশাল ওয়ালে। যা কিনা বর্তমানে নেটপাড়ায় ভাইরাল।

চারপেয়ে অবলা প্রাণী। যাদের নিরাপদ আশ্রয় নেই। খাবারের খোঁজে ঘুরে বেড়ায়। আর সেই অসহায় প্রাণীগুলোর ওপর চলে ইচ্ছামতো নির্যাতন। কোথাও তাদের গায়ে ছুঁড়ে দেওয়া হয় গরম পানি। আবার কোথাও বা অমানবিক উল্লাসে মেতে ওঠার জন্য ওদের পায়ে-ল্যাজে বেঁধে দেওয়া হয় বাজি, কিংবা মারধরও করা হয়। এই বিষয়ে বহুবার বলিউড থেকে টালিউডের তারকারা প্রতিবাদে মুখর হয়েছেন। এবার রতন টাটার মানবিক উদ্যোগ নিয়ে প্রশংসায় পঞ্চমুখ মিমি চক্রবর্তী।