ডাবল হয়ে আসছে জনপ্রিয় টিভি সিরিজ ‘৪২০’

২০০৭ সালে বাংলাদেশের রাজনীতিবিদদের উত্থান-পতনের গল্প নিয়ে নির্মাণ হয়েছিল জনপ্রিয় টিভি সিরিজ ‘৪২০’। সিরিজটি নির্মাণ করেছিলেন মোস্তফা সরয়ার ফারুকী। 

১৭ বছর আগে ফারুকীর লেখা ও পরিচালনায় নির্মিত হয় ‘৪২০’, যা ওই সময় ব্যাপক প্রশংসিত হয় দর্শকমহলে। আর এ সিরিজে অভিনয় করেই খ্যাতি অর্জন করেন অভিনেতা মোশাররফ করিমসহ কয়েক তারকা।

এবার দীর্ঘবিরতি কাটিয়ে ভিন্ন নামে ফের প্রচারে আসতে যাচ্ছে ছবিয়াল প্রোডাকশনের জনপ্রিয় সেই সিরিজ। তবে এবার আর পুরোনো নামে নয়, ‘৮৪০’ নামে ফিরে আসতে যাচ্ছে সিরিজটির দ্বিতীয় কিস্তি। ফেসবুকে এক পোস্টে এ সুখবর দিয়েছেন নির্মাতা ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ফেসবুকে একটি রিলস পোস্ট করেছেন নির্মাতা ফারুকী। সেখানে দেখা গেছে, রাজধানী ঢাকার একটি রাজপথের দৃশ্য। আর জানিয়েছেন, শিগগিরই প্রচারে আসছে জনপ্রিয় সিরিজটি।

ক্যাপশনে নির্মাতা লিখেছেন— পলিটিক্যাল স্যাটায়ারের জন্য বাংলাদেশ সবসময় উর্বরমুখী। যে কারণে ২০০৭ সালে তৈরি হয়েছিল '৪২০'। কিন্তু গত ১৫ বছরে রাজনৈতিক দেউলিয়াত্ব ও তামাশা সবকিছুকে ছাড়িয়ে গেছে। এবার তাই আসছে '৪২০'-এর ডাবলআপ '৮৪০'!