দশ বছর আগে শুরু হওয়া দেব-শুভশ্রী জুটির বহু প্রতীক্ষিত সিনেমা ‘ধূমকেতু’ অবশেষে মুক্তির মুখে। সোমবার (৪ আগস্ট) ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে আবার একসঙ্গে ধরা দিলেন টলিউডের জনপ্রিয় জুটি। হাসি-ঠাট্টা, খুনসুটিতে জমজমাট হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। পুরোনো দিনের স্মৃতিচারণে আবেগঘন হয়ে ওঠেন দেব ও শুভশ্রী।
তবে অনেকের মনেই প্রশ্ন জাগে—এই অনুষ্ঠানে অভিনেত্রীর বর্তমান জীবনসঙ্গী, পরিচালক ও রাজনীতিবিদ রাজ চক্রবর্তী কোথায়?
এ বিষয়ে ভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় রাজ বলেন, আমার অনেক কাজ ছিল, অনেক মিটিং ছিল। তাছাড়া, আমি তো এই ছবির সঙ্গে সরাসরি যুক্ত নই—আমি তৃতীয় পক্ষ। এটা তো আমার বিয়ে হচ্ছে না যে আমাকে থাকতে হবে!
রাজ আরও বলেন, এই ছবির সঙ্গে যারা যুক্ত, তারাই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আমরা দু’জনেই (রাজ-শুভশ্রী) নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকি। সময় বের করে বাকি দিকগুলো সামলানোর চেষ্টা করি।
দেব-শুভশ্রীর সম্পর্ক প্রসঙ্গেও খোলাখুলি কথা বলেন রাজ চক্রবর্তী। তিনি বলেন, একটা জুটি আবার ফিরছে, সেটাই সবচেয়ে বড় বিষয়। পুরোনো বন্ধুর সঙ্গে দেখা হওয়ার থেকেও বেশি জরুরি, এত দিন পরে ‘ধূমকেতু’র মুক্তি। আমি জানি না, ওদের মনে পুরোনো বন্ধুত্বের কথা ছিল কি না, তবে ছবির সাফল্যই ওদের কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল- এটাই স্বাভাবিক।
সবশেষে রাজের স্পষ্ট মন্তব্য, দেবের ‘প্রাক্তন বান্ধবী’ শুভশ্রী আজ আমার স্ত্রী। প্রত্যেক মানুষের অতীত থাকে। সেটা অপরাধ নয়। বরং, অতীতের স্মৃতি ও ইতিবাচক দিকগুলোর জন্যই সোমবারের অনুষ্ঠান এত সুন্দরভাবে জমে উঠেছিল। আমি একে সম্মান করি, ঈর্ষা করি না।
প্রসঙ্গত, দেব-শুভশ্রীর ‘ধূমকেতু’র শুটিং শুরু হয়েছিল ২০১৩ সালে। ২০১৫ সালে যখন তাঁদের সম্পর্ক ভেঙে যায়, তখনও চলছিল ছবির কাজ। নানা জটিলতায় আটকে থাকা এই ছবি অবশেষে মুক্তি পাচ্ছে আগামী ১৪ আগস্ট।