রাজধানীর উত্তরা এলাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের কাছে নির্মিত ভবন ভার্টিকেল-২-এ ফ্ল্যাট কিনে বিপাকে পড়েছেন একাধিক জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী।
নাটকের শুটিং-সুবিধার জন্য একই ভবনে ফ্ল্যাট কিনেছেন প্রায় ১৩–১৪ জন তারকা। তাদের মধ্যে আছেন মাসুম বাসার-মিলি বাসার, চঞ্চল চৌধুরী, হিমু আকরাম, নাবিলা ইসলাম, শামীম জামান, নিলয়, শ্যামল মওলা, সামিয়া অথৈ, সাজু খাদেম, আ খ ম হাসান, নাজিয়া হক অর্ষা ও আরফান আহমেদ।
সিভিল এভিয়েশনের দাবি, ভবনটির উচ্চতা অনুমোদিত সীমার চেয়ে বেশি এবং এটি বিমান চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ। এজন্য ভবনের ওপরের দিক থেকে ছাদ পর্যন্ত প্রায় ৩৩ ফুট ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে সংস্থাটি। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন ভবনের ছয়, সাত ও আট তলায় থাকা তারকারা।
অভিনেতা মাসুম বাসার বলেন, নথিপত্র দেখে ফ্ল্যাট কিনেছি। এখন সিভিল এভিয়েশনের ভুলে ফ্ল্যাট ভেঙে ফেলা হলে ক্ষতিপূরণ কে দেবে?
পরিচালক হিমু আকরামও জানান, অনেক অর্থ ব্যয় করে ফ্ল্যাট সাজিয়েছেন, তাই ক্ষতিপূরণ ছাড়া তা ভাঙা মেনে নেওয়া কঠিন।
তবে ভবনের মালিক সৌরভ রহমান দাবি করেছেন, সিভিল এভিয়েশনের অনুমোদন মেনেই ভবনটি নির্মাণ করা হয়েছে। সিভিল এভিয়েশন ও রাজউক জানায়, প্রিয়াংকা রানওয়ে সোসাইটির ছয়টি ভবন উচ্চতা নীতি লঙ্ঘন করেছে। শিগগিরই অবৈধ অংশ ভেঙে ফেলা হবে।